Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৬ দিন ধরে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুরে ৬ দিন ধরে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ মরচুয়ারিতে রাখা হয়েছে। পুলিশ কর্মবিরতিতে থাকায় মরদেহের ময়নাতদন্ত ও দাফনের ব্যবস্থা হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন মরচুয়ারি কর্তৃপক্ষ।
জানা গেছে, গত মঙ্গলবার (৬ আগস্ট) ষাটোর্ধ্ব ওই ব্যক্তির মরদেহ উপজেলা সদরের ডাক বাংলো সড়কের শহীদ মিনার এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা লাশটি উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত নিশ্চিত করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মরচুয়ারিতে লাশ রাখা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শারমিন আরা আশা বলেন, অজ্ঞাতনামা ওই ব্যক্তি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। তাঁর মরদেহ হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। অনেক চেষ্টার পরও তাঁর পরিচয় বা স্বজনদের সন্ধান পাওয়া যায়নি।
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের নির্মিত মরচুয়ারির ইনচার্জ আব্দুল হাই বলেন, এ মরচুয়ারি প্রবাসী স্বজনদের লাশ রাখার জন্য নির্মাণ করা হয়েছে। তবে মানবিক দৃষ্টি বিবেচনায় নিহত বা অজ্ঞাত লাশও রাখা হয়। কিন্তু এভাবে ৬ দিন ধনে লাশ রাখায় আমরা বিপাকে পড়েছি। এখন যদি আরেকটি লাশ আসে, তাহলে কি করব?
জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আমরা কর্মবিরতিতে রয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম বলেন, ওই ব্যক্তির পরিচয় ও স্বজনদের সন্ধান পেতে আমরা চেষ্টা করছি। না পাওয়া গেলে বেওয়ারিশ লাশ দাফনকারী সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

Exit mobile version