Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৬৪ জেলায় নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: দেশের ৬৪ জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে মহান বিজয় দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী এলজিইডি ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের আনুষ্ঠানিক উন্মোচন করেন। তিনি বলেন, জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে কুণ্ঠাবোধ করলে তা আমাদের জন্য লজ্জার। তাই জাতির পিতার অবদান জাতির কাছে অবিস্মরণীয়।

Exit mobile version