জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার সোনারপুর থানার চকবেড়িয়ায় ৬০ বছরের এক বৃদ্ধাকে গণধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে চকবেড়িয়ার এক বাগানের ঝোপ থেকে তার অর্ধনগ্ন লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বৃদ্ধা মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে চকবেড়িয়ার এক বাগানের ঝোপ থেকে তার বিকৃত লাশ উদ্ধার হয়। এ সময় তার মুখ ইট দিয়ে থেঁতলানো ও মুখে কাপড় বাঁধা ছিল।
স্থানীয়দের দাবি, যে বাগান থেকে দেহ উদ্ধার হয়েছে, সেখানে প্রায় সময়েই অসামাজিক কাজকর্ম চলে। তবে কী কারণে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে।