Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৫ মার্চের সন্মেলনকে সামনে রেখে জগন্নাথপুর জাতীয় পার্টির বিরোধ তুঙ্গে

স্টাফ রিপোর্টার:: এক সময়ের দুর্গ হিসেবে পরিচিত জগন্নাথপুর জাতীয়পার্টিতে নেতৃত্ব শুন্যতা বিরাজ করছে। অনেক প্রভাবশালী নেতাকর্মী দল ছেড়েছেন। আবার অনেকেই নিস্কিয় হয়ে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। যারা এখনো হাল ধরে আছেন তাদের মধ্যে আভ্যন্তরিন কোন্দাল ও নেতৃত্বের দ্বন্ধ প্রকট হয়ে উঠেছে। আগামী ৫ মার্চ জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সন্মেলনকে সামনে রেখে এ বিরোধ তুঙ্গে উঠেছে। অতি সম্প্রতি সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির ৫ মার্চের সন্মেলনের তারিখ নির্ধারণ করে কাউন্সিলর খলিলুর রহমানকে আহ্বায়ক ও সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়াকে সদস্য সচিব করে সন্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেন। কিন্তু উক্ত সন্মেলন প্রস্তুতি কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করে সোমবার এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয়পার্টির একাংশের সাধারণ সম্পাদক ডাঃ আছকির খানের সভাপতিত্বে ও জাপা নেতা ফিরোজ রানার পরিচালনায় এতে বক্তব্য রাখেন,জাপা নেতা সাইফুল ইসলাম আহার,হারুন মিয়া,দুদু মিয়া, ছবির মিয়া, আখলুছ মিয়া, তুয়েল মিয়া, আরব মিয়া রিপন মিয়া,সফাত উল্যাহ প্রমুখ সভায় জাতীয় পার্টির সন্মেলন প্রস্তুতি কমিটি কে অবাঞ্চিত ঘোষনা করে সন্মেলন পেছানোর দাবি জানান। অপরদিকে মঙ্গলবার উপজেলা জাতীয় পার্টির সন্মেলন প্রস্তুতি কমিটির বৈঠকে ডাঃ আছকির খানকে দলীয় সকল কায়ক্রম ও সন্মেল প্রস্তুতি কমিটির সদস্য পদ থেকে বহিস্কার করা হয়। সভায় সভাপতিত্ব করেন সন্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক কাউন্সিলর খলিলুর রহমান। সদস্য সচিব জহিরুল ইসলাম লাল মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন.সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম মাষ্টার,মানিক মিয়া তালুকদার,মতিউর রহমান, দিলু মিয়া, আব্দুস শহীদ, আরব আলী, আব্দাল মিয়া,আলী আফছার,জাপা নেতা মানিক লাল ধর,মাহমদ আলী,রমজান আলী,সামছুল মিয়া, আব্দুল কাহার,মুকিত আলম,আব্দুস ছমেদ,মছদ্দর আলী,মাসুক মিয়া,মনোফর আলী,মুলতান আলী,আব্দুল রূফ,যুব সংহতি নেতা আমির আলী প্রমুখ।
জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সন্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাউন্সিলর খলিলুর রহমান ও সদস্য সচিব সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,জেলা জাপার সাবেক সভাপতি আব্দুল মজিদ মাষ্টারের সুপারিশের প্রেক্ষিতে বর্তমান আহ্বায়ক পীর ফজলুর রহমান মিছবাহ এমপি সন্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেন। উক্ত কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়ে জনবিছ্চিন্ন নেতা আছকির খান সন্মেলন বানচালের চেস্ঠা করছেন। তাই আমরা সর্বসন্মতিক্রমে তাকে জাতীয়পাটির সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও দলের সকল কার্য়ক্রম থেকে বহিস্কার করেছি। এ প্রসঙ্গে ডাঃ আছিকির খান বলেন, জাতিয় পার্টির নেতাকর্মীদের সাথে যোগাযোগ না করে মনগড়া সন্মেলন প্রস্তুতি কমিটি গঠন করায় দলের ত্যাগী নেতাকর্মীরা সন্মেলন প্রস্তুতি কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করেছে। ওই কমিটি তাকে বহিস্কার করার কোন এখতিয়ার নেই বলে তিনি মন্তব্য করেন।

Exit mobile version