স্পোর্টস ডেস্ক:: হারানোর কিছুই নেই বাংলাদেশের। বিশ্বকাপ থেকে ভারতের কাছে ১ রানে হেরে ছিটকে পড়েছে টাইগাররা।
শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে এই ম্যাচে কিউইদের কাঁপিয়ে দিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান।
৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। যার মধ্যে ৪টিই বোল্ড আউট।
শনিবার কলকাতার ইডেনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে মুস্তাফিজের বল ঠিকভাবে খেলতেই পারছিলেন না কিউই ব্যাটসম্যানরা।
দুই ওপেনার নিকোলস এবং উইলিয়ামসনকে পরিষ্কার বোল্ড করেন মুস্তাফিজ। নিজের প্রথম এবং দ্বিতীয় ওভারে দুই উইকেট তুলে নেন তিনি।
নিজের তৃতীয় ওভারে গ্রান্ড এলিয়টকে শুভাগতের ক্যাচে পরিণত করেন মুস্তাফিজ। আর শেষ ওভারের ৪র্থ এবং ৫ম বলে সাটনার এবং নাথানকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন। তবে শেষ বলে আর হ্যাটট্রিক করা সম্ভব হয়নি।
এবারের বিশ্বকাপে ৫ উইকেট নেয়ার ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটলো। অজি বোলার ফকনার ২৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন। আর মুস্তাফিজ ২২ রানে নিলেন ৫ উইকেট। তাই এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে সেরা বোলিং ফিগার মুস্তাফিজের।