1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
৪ দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করলেন চিকিৎসকরা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন

৪ দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করলেন চিকিৎসকরা

  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে ভাতা বৃদ্ধির আল্টিমেটাম দিয়ে শাহবাগ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পোস্টগ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তবে নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলমান রাখার ঘোষণা দিয়েছেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সদস্যরা। দিনভর রাস্তা দখল করে আন্দোলনের এক পর্যায়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম তাদেরকে প্রজ্ঞাপন জারির আশ্বাস দিলে রোববার বিকাল ৫টার পর রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারী চিকিৎসকেরা।

এসময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমরা পোস্টগ্র্যাজুয়েট ডক্টরদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। এই আন্দোলন শতভাগ যৌক্তিক। এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে। নবম গ্রেড সমমান সুযোগ-সুবিধা দেয়ার দাবি জানিয়েছি। আমরাও চাই বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে দাবি বাস্তবায়নের ঘোষণা আসতে হবে। যদি ঘোষণা না আসে, তাহলে চিকিৎসকদের সঙ্গে আমরাই রাজপথে নামব।

এর পর সকল আন্দোলনকারী চিকিৎসকদেরকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতরে গিয়ে নিজেদের কর্মসূচি ঘোষণা করেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন। তিনি বলেন, আজকে আমরা আন্দোলন চলাকালীন সময়েই স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসেছিলাম। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। তাই আমরা আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ভাতা বৃদ্ধির আলটিমেটাম দিচ্ছি এবং আজকের মতো আন্দোলন কর্মসূচি স্থগিত করছি। তবে এই সময় আমাদের কর্মবিরতি চলবে।
সুত্র মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com