জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
শ্রীলংকার ক্যান্ডিতে এক বিউটিশিয়ান তিন মাইল লম্বা বিয়ের শাড়ি পরেছেন গিনেস বুকে রেকর্ড গড়ার আশায়; কিন্তু এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে দেশটিতে। কারণ ওই লম্বা শাড়ি ধরার জন্য প্রায় আড়াইশ শিক্ষার্থীকে ব্যবহার করা হয়েছে। বিবিসি।
কেন শিশুদের এ কাজে ব্যবহার করা হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শ্রীলংকার শিশু সুরক্ষা কর্তৃপক্ষ। কেন্দ্রীয় প্রদেশের মুখ্যমন্ত্রী সারাথ একনায়েকের পৃষ্ঠপোষকতায় ক্যান্ডির রাস্তাতেই ওই শাড়ি প্রদর্শনের আয়োজনটি করা হয়। সূর্যের তাপে রাস্তার ধারে ঘণ্টার পর ঘণ্টা শিশুরা দাঁড়িয়েছিল, কোন মানবিকতায়, কী ভেবে ওই শিশুদের এ কাজে ব্যবহার করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলছে এডুকেশন ইউনিয়নগুলো; ব্যাপক বিতর্কও তৈরি হয়েছে।
Leave a Reply