জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: আমন মৌসুমে ২ লাখ টন চাল সংগ্রহ করবে সরকার। কেজিপ্রতি দর ৩১ টাকা নির্ধারণ করেছে খাদ্য পরিধারণ কমিটি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
কামরুল ইসলাম জানান, প্রতিকেজি আমন ধান উৎপাদন এবং তা চালে রুপান্তর করতে কৃষকের খরচ হয় ২৮ টাকা ৫০ পয়সা। আর সরকার কিনবে ৩১ টাকায়। আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৫ মার্চ এ তিন মাস চাল সংগ্রহের কার্যক্রম চলবে।
মন্ত্রী জানান, ওএমএসের প্রতিকেজি চাল ২৪ টাকা ও আটা ২২ টাকায় বিক্রি করবে সরকার। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছর প্রতি কেজি চাল ৩২ টাকায় কিনেছিল সরকার।