Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৩১০ ম্যাচ জিতে কানের রেকর্ড স্পর্শ নয়ারের

স্পোর্টস ডেস্ক::

বুন্দেসলিগায় শনিবার রাতে লেইপজিগকে ৩-২ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আর এই জয়েই নতুন এক রেকর্ড স্পর্শ করেছেন দলটির অধিনায়ক ও গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। দ্বিতীয় ফুটবলার হিসেবে বুন্দেসলিগার ইতিহাসে ৩১০ ম্যাচ জিতে কিংবদন্তি ওলিভার কানের রেকর্ড স্পর্শ করলেন নয়ার।

সাবেক জার্মান গোলরক্ষকের রেকর্ড স্পর্শ করতে ম্যানুয়েল নয়ারকে খেলতে হয়েছে ৪৫৮টি বুন্দেসলিগা ম্যাচ।
বুন্দেসলিগায় নয়ার তার ক্যারিয়ার শুরু করেছিলেন শালকের হয়ে। সেখানে ১৫৬ ম্যাচ খেলে জিতেন ৭৭টি ম্যাচ। এরপর বায়ার্ন মিউনিখে যোগ দেয়ার পর নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। বাভারিয়ানদের হয়ে খেলেছেন ৩০২টি ম্যাচ, জয়ের দেখা পেয়েছেন ২৩৩ বার।

 

Exit mobile version