জগন্নাথপুর২৪ ডেস্ক:: চট্টগ্রামরে মিরসরাই উপজেলায় ৩০ হাজার ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) আটক করেছে র্যাব।
শনিবার সকালে জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
আবুল বাশার বর্তমানে বরাখাস্ত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে সংযুক্ত আছেন।
র্যাব-৭ এর স্কোয়াড্রেন লিডার সাফায়াত জামিল ফাহিম জানান, বাশার ঢাকার দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ওই ইয়াবাগুলো পাওয়া গেছে।
র্যাব কর্মকর্তা ফাহিম বলেন, আমরা জানতে পেরেছি বাশার আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি পুলিশে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি মাদক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি সদস্যদের হাতে গ্রেফতার হন।
তারপর থেকে তিনি বরাখাস্ত অবস্থায় আছেন। বাশারের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৩০ হাজার হতে পারে। বাশারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
Leave a Reply