জগন্নাথপুর২৪ ডেস্ক::
আওয়ামী লীগের জেলা ও উপজেলা সম্মেলনের তারিখ নির্ধারণ হয়েছে। আগামী ৩০ নভেম্বর হবে জেলা আওয়ামী লীগের সম্মেলন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন শনিবার সন্ধ্যায় জানিয়েছেন, সুনামগঞ্জে পর্যায়ক্রমে সকল উপজেলা সম্মেলন হবে। ৩০ নভেম্বরে হবে জেলা সম্মেলন। সম্মেলনকে ঘিরে সংগঠনের নেতা কর্মীরাও চাঙা হয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস জানিয়েছেন, সম্মেলনের জন্য সংগঠনকে প্রস্তুত করছি আমরা। যেহেতু কেন্দ্রীয় সম্মেলন ২৪ ডিসেম্বর, জেলা সম্মেলন ৩০ নভেম্বর করতেই হবে। একই মন্তব্য করলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন যুক্তরাজ্যে রয়েছেন। তাঁর বড় ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল কবির রুমেন জানিয়েছেন, ইমন দুই -তিন দিনের মধ্যেই দেশে ফিরবেন। সম্মেলন নির্ধারিত তারিখেই হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান জানিয়েছেন, আগামী নয় নভেম্বর থেকে পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় সম্মেলন হবে আশা করছি। ৩০ নভেম্বর হবে জেলা সম্মেলন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বললেন, পর্যায়ক্রমে সুনামগঞ্জের উপজেলাগুলোতে সম্মেলন হবে। ৩০ নভেম্বর অর্থাৎ জেলা সম্মেলনের এক সপ্তাহ আগেই সকল উপজেলার সম্মেলন শেষ করা হবে। ৩০ নভেম্বর হবে জেলা আওয়ামী লীগের সম্মেলন।
২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। পরে ২০১৭ সালের ২২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেওয়া হয়েছিল।