জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লিয়নের বিষেই নীল হলো টাইগাররা। তবে শেষ দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৩০০ পেরোতে পেড়েছে মুশফিক বাহিনী।
অনেকেরই শংকা জেগেছিল ৩০০ পার করতে পারবে কি টাইগাররা। কিন্তু ম্যাক্সওয়েলকে যখন উড়িয়ে মেরে মাঠের বাইরে বল আছরে ফেললেন ততক্ষণে ৩০০ পার টাইগারদের।
ন্যাথান লিয়নের বিধ্বংসী বোলিং স্বত্ত্বেও ৩০৫ করে ১ম ইনিংসে অলআউট হয়েছে টাইগাররা।