জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::ভারতের উত্তরপ্রদেশে ধর্ষণের ভিডিও বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়। পুলিসের নাকের ডগায় এই কাণ্ড ঘটলেও পুলিশ প্রশাসন নিরুত্তাপ ভূমিকা পালন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্রের খবর, উত্তরপ্রদেশের লক্ষ্ণৌর নাকা হিন্দোলা মার্কেট ইলেকট্রনিক সরঞ্জামের জন্য বিখ্যাত। মার্কেটের পাশেই রয়েছে একটি সংকীর্ণ গলি। যেখানে দেদারে বিক্রি হচ্ছে ধর্ষণের ভিডিও। দাম ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। ধর্ষণের ভিডিও কেনার জন্যই এখন নাকা হিন্দোলা মার্কেটে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তবে বিক্রেতারা পরিচিত না হলে ভিডিও প্রকাশ্যে আনছেন না।
জানা গেছে, নাকা হিন্দোলা মার্কেটের ৫০০ মিটারের মধ্যেই রয়েছে নাকা হিন্দোলা পুলিশ স্টেশন। প্রশাসনের নাকের ডগায় চলছে এই নোংরা ব্যবসা। প্রশাসন নাকি সব জেনেও চুপ করে বসে আছে।
কেউ কেউ ধর্ষণের ভিডিও তুলে রাখেন ব্ল্যাকমেইলের জন্য। কিন্তু এখন তা লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। ধর্ষণের ভিডিও একাধিক এজেন্ট মারফত এসে পৌঁছাচ্ছে খদ্দেরের হাতে।