জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে ৩ দিন ধরে এক স্কুল ছাত্রী নিখোঁজ রয়েছে। নিখোঁজ স্কুল ছাত্রীর নাম মাকছুদা আক্তার (১৫)। সে ময়মনসিংহ জেলার ফুলপুর খানার কারাহা গ্রামের মো: শফিক উদ্দিনের কন্যা এবং নগরীর পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। বর্তমান তারা মোহনা ৩৭/৩ এলাকায় বাসাভাড়া নিয়ে থাকছেন।
এব্যাপারে স্কুল ছাত্রীর বড় ভাই রাসেল আহমদ জলালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৩৫৯, তাং- ০৮/ ০৪/১৭ ইং) করেছেন।
জানা গেছে, গত ০৮ এপ্রিল সকাল আনুমানিক ৯ টার দিকে বাসা থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর সে স্কুলের ক্লাস শেষে আর বাড়ি ফিরেনি। তখন তার সন্ধানে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করার পরও তাকে পাওয়া যায়নি।
এব্যাপারের জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান,
যে মাকছুদা আক্তার নিখোঁজ হয়েছে না কেউ তাকে ফুঁসলিয়ে নিয়ে গেছে এ ব্যাপারে তদন্ত করা হবে। –
Leave a Reply