জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ২৬ জানুয়ারি থেকে আওয়ামী লীগের নেতারা মাঠে নামছেন। আজ বৃহস্পতিবার ধানমণ্ডিতে দলের সম্পদকমণ্ডলীর বৈঠকে এমনটাই জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বিষয়ে জেলায় জেলায় প্রচার অভিযান চলবে। সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেয়া হয়েছে। ২৬শে জানুয়ারি থেকে তারা নির্বাচনী সফরে বের হবেন।
বৃহস্পতিবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সম্পাদকমণ্ডলির সভা শুরু হয়। বৈঠকের আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পুজা কমিটির নেতারা।এ সময় নেতারা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের দেবোত্তর সম্পত্তি উদ্ধারের বিষয়ে তারা ওবায়দুল কাদেরের সহযোগিতা চান।
দুপুরে বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, দলকে আরও স্মার্ট করব, দলের গতিশীলতা আরও বাড়ানো হবে।
Leave a Reply