Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

২২ সন্তানের জনক-জননী তারা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পৃথিবীতে বাড়ছে জনসংখ্যার চাপ। ফলে জন্ম নিয়ন্ত্রণে দেশে দেশে চালু আছে নানা ধরনের কর্মসূচি। তবে পশ্চিমা দুনিয়ায় সন্তান জন্মহার এমনিতেই কম, এর মধ্যে ইংল্যান্ডের এক নারীর ২২ সন্তান জন্মদানের বিষয়টি সামনে এনেছে চ্যানেল ফাইভ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানায়, ৪৫ বছর বয়সী সু র‌্যাডফোর্ড ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের উপকূলীয় শহর মোরেক্যাম্বের বাসিন্দা। ব্রিটেনের সবচেয়ে বড় পরিবারের মা হিসেবে পরিচিত এ নারী। স্বামী নোয়েল র‌্যাডফোর্ড আর ২২ সন্তান নিয়ে তাদের সুখের সংসার।

লকডাউনেই সু তার ২২তম সন্তানের জন্ম দেন। সেটি ছিল একটি মেয়ে শিশু, এ মেয়েটিসহ ১১টি মেয়ে র‌্যাডফোর্ড দম্পতির। তাদের বড় সন্তান ক্রিসের বয়স ৩১ বছর।

সু বলছেন, ‘গর্ভধারণের পর প্রথম স্ক্যানটি সব সময় উত্তেজনা তৈরি করে, যখন আপনি দেখতে পাবেন ছোট হার্টবিটটি সাড়া দিচ্ছে।’

 

Exit mobile version