জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
কথায় বলে প্রেমের কোন বয়স নেই। কোন বয়সে কখন কার সঙ্গে প্রেম হয়ে যায় তা কেউই বলতে পারে না! পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে এমন অনেক প্রেম খবরের শিরোনাম হয়েছে।
এই তো কিছু দিন আগে ভারতের হায়দরাবাদের এক কিশোরী বিয়ে করলেন ৬৫ বছরের এক ব্যক্তিকে।
এবারও সেই হায়দরাবাদ। তবে প্রেমিক-প্রেমিকার বয়স আগের ঘটনার ঠিক উল্টো।
এবার প্রেমিক ২২ বছরের আরশাদ। আর প্রেমিকা ৫৫ বছরের আরশিয়া বেগম। বিয়ে করার জন্য তারা এখন পুলিশের দ্বারস্থ।
দু’জনের অভিযোগ, বাড়ির লোকজন তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছেন। তাই তারা বিয়ে করতে পারছেন না।
আরশিয়া পুলিশকে বলেন, আরশাদের সঙ্গে তার বহু দিনের সম্পর্ক। সেই প্রেম তিনি এখন পরিণয়ে রূপ দিতে চান। আরশাদেরও একই কথা, ‘বিয়ে করতে চাই; কিন্তু বাড়ির লোকজন মেনে নিচ্ছে না।’
সম্প্রতি তারা দু’জন হাজির হন গোলকোন্ডা থানায়। বিয়ে করার জন্য সহযোগিতা চান পুলিশের। পাশাপাশি উভয়ের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিয়েতে বাধা দেওয়ার অভিযোগও করতে চান।
কিন্তু থানার পরিদর্শক সৈয়দ ফায়াজ অবশ্য বলছেন, ‘প্রেমটা বেশ অসম। তাই মৌলভী ডেকে দু’জনকেই দীর্ঘ সময় বুঝানো হয়েছে। কারো বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়নি। পরে দু’জনকেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।’
আরশাদ ও আরশিয়া এখন নিজেদের বাড়িতে থাকছেন; কিন্তু সেটা ইচ্ছার বিরুদ্ধে।
তিন সন্তান মা আরশিয়া। তার সন্তানরাও সবাই বিবাহিত। মাসে তিনেক আগে তার স্বামী মারা গেছেন। আর প্রেমিক আরশাদ বিটেক ডিগ্রি নেওয়ার পর চাকরি করছেন একটি প্রাইভেট কোম্পানিতে।
Leave a Reply