জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: একজন সাংগঠনিক সম্পাদকসহ ২০ জন সহ-সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার দুপুরে নয়া পল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সাবেক এমপি কর্ণেল আনোয়ারুল আযিমকে। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদকরা হলেন, (ঢাকা বিভাগে) এডভোকেট আব্দুস সালাম আযাদ ও শহিদুল ইসলাম বাবুল, (চট্টগ্রাম বিভাগে) মাহবুবুর রহমান শামিম ও আবুল হাশেম বক্কর, (রাজশাহী বিভাগে) আব্দুল মমিন তালুকদার খোকা ও শাহিন শওকত, (খুলনা বিভাগে) অনিন্দ ইসলাম অমিত ও জয়ন্ত কুন্ডু, (বরিশাল বিভাগে) আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, (সিলেট বিভাগে) সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ও কলিমউদ্দিন আহম্মেদ মিলন, (রংপুর বিভাগে) শামসুজ্জামান ও দিনাজপুর পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন, (কুমিল্লা বিভাগে) মোশতাক হোসেন ও আব্দুল আউয়াল খান, (ময়মনসিংহ বিভাগে) শরিফুল আলম ও ওয়ারেসার আলী মামুন, (ফরিদপুর বিভাগে) সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈইয়াম ও সেলিমুজ্জামান সেলিম।
Leave a Reply