অনলাইন ডেস্ক
মিখাইল পপকভ পেশায় পুলিশ। বাবা ও স্বামী হিসেবে এককথায় সেরা তিনি। কিন্তু এমন ভালোমানুষের মুখোশের আড়ালে রয়েছে দাগী অপরাধী। একের পর এক খুন অথবা ধর্ষণ করতে যার বুক কাঁপে না। যখন মিখাইল পপকভকে আদালতে জিজ্ঞাসা করা হয় তিনি ক’জন মহিলাকে ধর্ষণ এবং খুন করেছেন, তখন নির্লিপ্ত গলায় তিনি জানান, সংখ্যায় হিসেব রাখা হয়নি। তবে অনুমান করে বলেছেন দীর্ঘ ১৮ বছর ধরে ৮২ জন মহিলাকে ধর্ষণ ও খুন করেছেন ৫৩ বছরের মিখাইল।
২০১৫ সালে এই সিরিয়াল কিলারকে যখন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয় তখন তার বিরুদ্ধে ২২ জন মহিলাকে খুন করার অভিযোগ ছিল। সাইবেরিয়ান রাশিয়ার এক শান্ত শহর আঙ্গার্রস্কের বিভিন্ন অংশের বাসিন্দা ছিলেন ওইসব নারী।
সম্প্রতি মিখাইলের বিরুদ্ধে রুজু করা হয়েছে আরও ৬০টি খুনের ঘটনা। আর এই সব খুনই তিনি করেছেন পুলিশের চাকরিতে থাকাকালীন। ৬০ অভিযোগ প্রমাণিত হলে মিখাইল হয়ে উঠবেন বিশ্বের ভয়ংকরতম সিরিয়াল কিলার। প্রত্যেক মহিলাই খুনের আগে বা পরে ধর্ষিত হয়েছেন মিখাইলের হাতে। ১৭ থেকে ৪০ বছরের মহিলারাই ছিলেন তার টার্গেট লিস্টে। সূত্র: মিরর
–
Leave a Reply