এনাম উদ্দিন:: পাল্লাকেলে টেস্টের কথা কি কেউ এতো সহজে ভুলতে পারবে? পাল্লাকেলের নাম শুনলে এখন সবার চোখের সামনে ভেসে উঠবে ১৭ বছর পর অস্ট্রেলিয়ানদের বিপক্ষে শ্রীলংকার অবিস্মরণীয় টেস্ট জয়!!!! আর টেস্টে ১৭৮ বলে ৪ রানের বিশ্ব রেকর্ড!!!! পাল্লাকেলে ৫ম দিনে ৫৬.১ ওভারে অস্ট্রেলিয়া যখন ৮ উইকেটে ১৫৭। জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ১১১ রান।
তখনই দাঁড়িয়ে গেলেন ও’কিফ, সঙ্গে পিটার বলনেভিল। প্রথম স্কোরিং শট ৬২.৫ ওভারে। সুইপ করে একটি চার।নেভিল ১১৫ বলে ৯ রানে আর ও’কিফ ৯৮ বলে ৪ রানে আউট হওয়ার পর অজিদের ইনিংস ১৬১ রানে থেমে যায়। লংনকাদের হয়ে ৫ টি উইকেট নেন হেরাথ আর সা্ন্দাকান নেন ৩ টি, দিলরুয়ানে নেন ১ টি, সিলভা ১ টি। ম্যাচ সেরা হন মেন্ডিস।