বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরের শিবগঞ্জ-বেগমপুর সড়কটি গত ১৭ বছরেও সংস্কার হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংস্কারহীন এই সড়ক মেরামতের জন্য এলাকাবাসি, মানববন্ধন, সভাসমাবেশ করেও কোন সুফল মিলেনি। ফলে তিন ইউনিয়নের লাখো মানুষজন কে অবনর্ণীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্তমানে সড়কে চলাচল আরো কষ্টকর হয়ে উঠেছে।
এরই প্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে সংস্কারের দাবিতে “.গণদাবি পরিষদ দক্ষিণ জগন্নাথপুর” নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন বন্ধন কর্মসুচি পালিত হবে।
এলাকাবাসী ও স্থানীয় এলজিইডি কার্যালয় সুত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলা সদর থেকে শিবগঞ্জ-বেগমপুর সড়ক দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কারের অভাবে চরম ভোগান্তি পোহাতে হয়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর, খানপুর, আলীপুর,নতুন কসবা, গোতগাঁও, সোনাতলা, কদমতলা, মশাজান, কাতিয়া, অলৈতলী আলাগদি, আশারকান্দি ইউনিয়নের কালনিচর,আটঘর, খালাইনজুড়া, মিলিক, বড়ফেচি, ছোট ফেচি, রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও, ইছগাঁও, কুবাজপুর ৫০ গ্রামের লোকজনে। এসব গ্রামের জনসাধারণের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই সকড়টি। এছাড়াও এসড়ক দিয়ে বেগমপুর হয়ে সিলেটের বিভিন্ন অঞ্চলসহ ঢাকার সঙ্গে যোগাযোগ করে আসছেন উপজেলাবাসী। গুরুত্বপূর্ণ এ সড়ক দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কার না হওয়াতে অচল হয়ে পড়ে। তৎসময় সংস্কার দাবিতে মানববন্ধন, সভাসমাবেশসহ বিভিন্ন কর্মসুচি করেন এলাকাবাসী। ২০১৬ সালে সড়কের ১১ কিলোমিটার সংষ্কারের জন্য প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও রাস্তার কিছু অংশে যৎসামান্য কাজ করে অর্থলুটের অভিযোগ ছিল পুরোনো। এরমধ্যে ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হয়। সড়কজুড়ে ভাঙাচুরা, খানাখন্দ ও বড় বড় গর্ত সৃস্টি হয়ে যানচলাচলের অনুপযোগি হয়ে উঠে।
গণদাবি পরিষদ দক্ষিণ জগন্নাথপুর” এর আহ্ববায়ক
স্থানীয় কুবাজপুর গ্রামের বাসিন্দা মাসুম আহমদ বলেন, গত ১৭ বছরে সড়কে কোন কাজ করা হয়নি। যে কারণে এলাকাবাসি অসহনীয় যন্ত্রনা আর কষ্টে ছিলেন। সংস্কারের দাবিতে আমরা মানববন্ধন, প্রতিবাদ সভাসমাবেশ করেও কোন সুফল পাইনি। সড়কের কিছু অংশে সংস্কারের নামে নামকাওয়াস্তে কাজ করে অর্থ লুট করা হয়েছে। বর্তমানে সকড়ের দক্ষিণ অঞ্চলে করুণ অবস্থা বিরাজ করছে। এজন্যে আমরা সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসুচি গ্রহণ করেছি।
ঘোষগাঁও জাগ্রত যুব সংঘের সাধারণ সম্পাদক মীর রমজান আলী ছানা বলেন, দীর্ঘ কয়েকবছরে ধরে সড়কে কাজ করা হয়নি। এরমধ্যে সংস্কারহীন সড়কে কয়েক অব্যাহত বন্যায় করুণ অবস্থা বিরাজ করে। সর্বশেষ গত বছরের জুন মাসে বন্যায় সড়কটি কঙ্কল রূপ নেয়। গ্রামের প্রবাসীর অর্থায়নে আমাদের সংগঠনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত সড়কে মেরামত করা হয়। পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নজমুদ্দিন বলেন, দেড়যুগ ধরে সড়কে কোন কাজ না হওয়ায় জগন্নাথপুরের তিন ইউনিয়নের লাখো মানুষ সীমাহীন ভোগান্তির শিকার হন। ফলে জনদুর্ভোগ ছিল চরম।তবে চলতি বছর এ সড়কে সংস্কার কাজ শুরু হওয়ায় কিছুটা স্বতি ফিরেছে। জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, শিবগঞ্জ-বেগমপুর সড়কের ১৫ কিলোমিটারের মধ্যে প্রায় ২ কিলোমিটার সংস্কারের জন্য দুই কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। কাজ পেয়েছেন সুনামগঞ্জের ঠিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদ রেনু এন্টারপ্রাইজ। চলতি বছরের জানুয়ারি মাস থেকে কাজ চলছে। শেষ হবে জুন মাসে। পর্যাক্রমে সড়কের অবশিষ্ট ক্ষতিগ্রস্ত স্থান সংস্কার করা হবে।
এক প্রশ্নের জবাবে এ কর্মকর্তা বলেন, ২০১৬ সালের আমি জগন্নাথপুরে কর্মরত ছিলাম না। যেকারণে তখনকার সংস্কার কাজ বিষয়ে আমার জানা নেই।##