স্টাফ রিপোর্টার:: প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের পূনাঙ্গ কমিটিতে এবার স্থান পেয়েছেন ১৭ জন প্রবাসী। তন্মেধ্যে কার্য়করী কমিটির গুরুত্বপূর্ণ পদ ও সম্পাদকীয়তে রয়েছেন ৫জন। তাঁরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, যুক্তরাজ্য প্রবাসী সাবেক উপজেলা আওয়ামীলীগ নেতা আনহার মিয়া, যুক্তরাজ্য প্রবাসী পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, যুক্তরাজ্য প্রবাসী সাবেক পৌর আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান,কোষাধক্ষ্য মাহবুবুল হক শেরিন। বাকীরা রয়েছেন সদস্য হিসেবে। তাঁরা হলেন, যুক্তরাজ্য প্রবাসী ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সাগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ আবু ঈমানী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান, যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা আজহারুল হক শিশু, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মজলুল হক, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরশ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী ও যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মাসক ইবনে আনিস,যুক্তরাজ্য প্রবাসী সাবেক পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল, যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা আবুল কালাম রাজু, সাবেক ছাত্রনেতা জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ, যুক্তরাজ্য প্রবাসী আকমল খান ও যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ছরফ রাজ জুবের।