জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: তবে কি বাহ বাহুবলী টু-তে কোন ‘অ্যাডাল্ট’ সিন রয়ে গেছে? না তেমনটি নয়। ভারতে শিশু থেকে বৃদ্ধ সবার জন্য ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ দেখার জন্য ছাড়পত্র থাকলেও সিঙ্গাপুরে এই ছবি দেখার জন্য বয়স অবশ্যই ১৬ হতে হবে।
‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’-কে ‘অ্যাডাল্ট’ ফিল্মের তকমা দিয়েছে সিঙ্গাপুর সেন্সর বোর্ড। আর তাই, ১৬ বছরের নিচে কেউই সিঙ্গাপুরে এই সিনেমা দেখার অনুমতি পাবেন না। ‘অতিরিক্ত হিংসা’ রয়েছে এমন তথ্যের কারণেই বাহুবলী টু-কে অ্যাডাল্ট সিনেমার তকমা দেওয়া হয়েছে।
‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’-কে ‘ইউএ’ সার্টিফিকেট দিয়েছে সিঙ্গাপুর সেন্সর বোর্ড। তবে, সিনেমাটির কোন দৃশ্যই বাদ দেওয়া হয়নি।
সিঙ্গাপুরের সেন্সর বোর্ড বাহুবলী টু-কে অতিরিক্ত ‘হিংসা’ মূলক সিনেমার ক্যাটাগরিতে ফেলেছে। বিশেষ করে যুদ্ধের দৃশ্যকে হিংসাত্মক বলে দাবি করেছেন সিঙ্গাপুরের সেন্সর বোর্ড।
যদিও এই ছবিকে ‘এ’ সার্টিফিকেটই দেয়া হয়েছে বলে মন্তব্য ‘সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন’ প্রধান পহেলাজ নিহালনি। সূত্র: জি নিউজ
Leave a Reply