Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

১৫ আগষ্ট উপলক্ষে মীরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আওয়ামীলীগের সভা

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে ১৫ই আগষ্ট জাতিয় শোক দিবস উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রায়হান খানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাজাদ খানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, আওয়ামীলীগ নেতা ইলিয়াছ আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সেক্রেটারী আবুল হোসেন লালন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্প্দাক আবু তাহের রোহান, এমদাদ আহমদ, হুমায়ুন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজহারুল হক ভূঁইয়া শিশু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম মিয়া, সহ-সম্পাদক ফারুক কামাল,সদস্য নিলেন্দু গোপ,পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, শামীম আহমদ,সায়েক খান, বাহার মিয়া,সুজন মিয়া, সিরাজুল ইসলাম প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন বলেন, বাঙ্গালি জাতির শ্রেষ্ট নায়ক বঙ্গবন্ধুর আর্দশকে বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিত তখনি ৭৫ সালের পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে জঙ্গিবাদ কায়েমে মেতে উঠেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় জঙ্গিবাদ প্রতিষ্ঠা হতে পারে না। তাই আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করতে হবে।

Exit mobile version