1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
১৪ বছর পর শাবি’র ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

১৪ বছর পর শাবি’র ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • Update Time : সোমবার, ৯ মে, ২০১৬
  • ৩৫৯ Time View

১৪ বছর পর শাবি’র ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: দীর্ঘ ১৪ বছর পর সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ।

চলমান ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠনের তিন বছর পর কমিটি পুর্নাঙ্গ হলেও এর আগের ১১ বছরের ইতিহাসে পুর্নাঙ্গ রুপ পায়নি বাংলাদেশ ছাত্রলীগ শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার কমিটি।

রবিবার রাতে ১৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

২০১৩ সালের ৮ মে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার পর দীর্ঘ তিনবছরে অভ্যন্তরীণ সমস্যা ও নিজেদের মধ্যে কোন্দলের কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি শাবি ছাত্রলীগ।

সোমবার সকাল সাড়ে ১১ টায় স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির লিস্ট নিয়ে শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ এবং সাধারণ সম্পাদক ইমরান খান বিশ^বিদ্যালয়ে আসছেন এমন খবরে ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে ভীড় জমায়।

পরবর্তীতে তারা ক্যাম্পাসে প্রবেশকালে ফুলেল শুভেচ্ছা পায়। এসময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ প্রভৃতি স্লোগান মুখরিত মিছিল নিয়ে নেতাকর্মীরা কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। সাধারণ সম্পাদক ইমরান খানের পরিচালনায় এবং সভাপতি পার্থের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি অঞ্জন রায়, ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাস প্রমুখ।

সাধারণ সম্পাদক ইমরান খান পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এ পূর্ণাঙ্গ কমিটির নেতাদের পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে শাবি ছাত্রলীগের কার্যক্রম আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে সঞ্জীবন চক্রবর্তী বলেন, কর্মীরাই ছাত্রলীগের প্রাণ। নেতা নয় বরং কর্মী হয়েই সবাইকে চলার আহ্বান জানান তিনি। এছাড়া আগামীকাল আনুষ্ঠানিকভাবে কমিটিতে স্থানপ্রাপ্ত নেতাকর্মীদের নাম ঘোষণা করে হবে বলে জানান তিনি।

পরবর্তীতে ভিসি আমিনুল হক ভ’ইয়া’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেতাকর্মীরা। এসময় ভিসি নবগঠিত কমিটিকে স্বাগত জানান। তিনি বলেন, শিক্ষাকে অব্যাহত রেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রগতির পথে শাবি ছাত্রলীগ বলিষ্ঠ ভ’মিকা পালন করবে। এছাড়া কমিটিতে যারা স্থান পায়নি সবাইকে নিয়েই ঐক্যবদ্ধভাবে চলার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com