Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

১০ অক্টোবরের মধ্যে কানাডার ৪১ কূটনীতিককে ফিরিয়ে নিতে বলল ভারত

জগন্নাথপুর২৪ ডেস্ক::

১০ অক্টোবরের মধ্যে ৪১ জন কূটনীতিককে কানাডায় ফিরিয়ে নিতে বলেছে ভারত। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে শীতল কূটনৈতিক সম্পর্ক আরও তিক্ত হতে চলেছে। কানাডায় খলিস্তানপন্থী নেতা খুনের ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে
দ্য ফাইনান্সিয়াল টাইমস এর বরাত দিয়ে মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় জুন মাসে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং পরবর্তীতে কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারত সরকারের এজেন্টদের ভূমিকা ছিল- কানাডার এ দাবিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিরোধ শুরু হয়। ভারত হরদীপ সিংকে ‘সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করলেও তাকে হত্যার অভিযোগ অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে।

ভারতের কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দ্য ফিনান্সিয়াল টাইমস বলছে, ভারত ওই ৪১ কূটনীতিককে ১০ অক্টোবরের পর থেকে অবশ্যই চলে যেতে বলেছে। এই সময়ের পর থেকে তাদের কূটনৈতিক নিরাপত্তা প্রত্যাহারের হুমকিও দিয়েছে ভারত।

ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছেন। ভারত বলছে, এই কূটনীতিকদের মধ্যে ৪১ জনকে কমিয়ে আনা উচিত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এর আগে বলেছিলেন, কানাডায় ভারতীয় কূটনীতিকদের জন্য সহিংস ও ভীতিকর পরিবেশ রয়েছে। দেশটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি নয়াদিল্লিকে হতাশ করেছে।

Exit mobile version