স্টাফ রিপোটার:: নিরীহপরাধ মানুষদেরকে মিথ্যা হয়রানীমুলক মামলা থেকে রেহাই দেয়ার দাবিতে জগন্নাথপুর উপজেলার তিন ইউনিয়নের বাসিন্দারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শনিবার বিকেলে মীরপুর ইউনিয়নের গড়গড়ি বাজার সংলগ্ন লামাটুকেরবাজার- উত্তরগড়গড়ি প্রধান সড়কে এ মানববন্ধন করা হয়। এলাকাবাসী জানান,ছাতক থানার দোলারবাজার ইউনিয়নের সোতারকান্দি গ্রামের মনির মিয়ার ছেলে কুখ্যাত চুর সেলিম মিয়াকে জনতা ২৩ মার্চ চুরির অভিযোগে গনধোলাই দেয়। এঘটনায় সেলিম মিয়ার বাবা মনির মিয়া বাদি হয়ে এলাকার বিশিষ্ট সালিসী ব্যক্তিবর্গকে আসামি করে ১১ জনের বিরুদ্ধে মিথ্যা হয়রানীমুলক মামলা দায়ের করেন। এঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে মীরপুর ইউনিয়ন,দৌলতপুর ইউনিয়ন ও দোলারবাজার ইউনিয়নের সচেতন নাগরিকদের উপস্থিতিতে নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা হয়রানীমুলক মামলা প্রত্যাহার ও কুখ্যাত চোর সেলিমের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় প্রবীণ মুরব্বী হাজী ইদ্রিছ আলীর সভাপতিত্বে ও ইউপি সদস্য মানিক মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জলাল উদ্দিন, মজমিল আলী, হাজী সুন্দর আলী, খালিস মিয়া, কনু মিয়া, মর্তুজা আলী,ছালিক মিয়া মেম্বার, আব্দুল হাফিজ, আব্দুল বারিক, সিদ্দিকুর রহমান প্রমুখ
Leave a Reply