জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ক্রস-প্লাটফর্ম মোবাইল মেসেজিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’-এর আইওএস সংস্করণে খুব শিগগিরই যোগ হচ্ছে ভয়েস কলিং সেবা। কয়েক সপ্তাহের মধ্যে হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণে ওই সেবা যোগ হবে বলে নিশ্চিত করেছেন হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠাতা ব্র্যায়ান অ্যাকটন।
প্রযুক্তিবিষয়ক সাইট ভেনচারবিটস এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসবুক আয়োজিত ‘এফ৮ ডেভেলপার্স’ কনফারেন্সে আইওএসে হোয়াটসঅ্যাপ ভয়েস কলিং সেবা যোগ হওয়ার ঘোষণা দেন অ্যাকটন।
২০১৪ সালের প্রায় পুরোটাই হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে কার্যকর ভয়েস কলিং সেবা যোগ করার কাজে ব্যয় করা হয়েছে বলে জানান তিনি।
এফ৮-এর দেওয়া বক্তব্য ভেনচারবিটসের কাছেও নিশ্চিত করেন অ্যাকটন। যদিও পরক্ষণেই ‘কয়েক সপ্তাহ’, ‘বেশ কয়েক সপ্তাহেও’ পরিণত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
তবে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফেইসবুক বা হোয়াটসঅ্যাপ। অ্যাকটনের ঘোষণা নিয়ে মন্তব্য করা থেকেও বিরত থেকেছে উভয় প্রতিষ্ঠান