জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক;; অবশেষে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হাতেই যাচ্ছে হোয়াইট হাউজের চাবি। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে খুব শক্তিশালী অবস্থানে রয়েছেন তিনি। প্রেসিডেন্ট হতে ইলেক্ট্রোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ্যে ২৭০টিতে জয় পেতে হবে প্রার্থীকে। ইলেক্টোরাল সেই ফলাফলে শক্ত এবং পাকাপোক্ত অবস্থানে রয়েছেন বিতর্কিত এই নেতা। ইলেক্টোরাল ভোটের মধ্যে ৪৫৩টির ফলাফল জানা গেছে। এর মধ্যে হিলারি পেয়েছেন ২০৯টি এবং ট্রাম্প পেয়েছেন ২৪৪টি।
যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি অনলাইন জানিয়েছে, হিলারির এখন একটি পথই খোলা। হোয়াইট হাউজে যেতে হলে হিলারি ক্লিনটনকে এখন পেনসিলভানিয়া, মিশিগান এবং উইসকনসিনে জিততেই হবে। এদিকে টেক্কা দিয়েই যাচ্ছেন ট্রাম্প। এবিসি নিউজের ভবিষ্যদ্বাণী বলছে, আইওয়া অঙ্গরাজ্যে জয় পেতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অথচ ১৯৮৮ সাল থেকেই রাজ্যটি ডেমোক্রেটদের শক্ত ঘাঁটি। এর মধ্যে শুধু একবার, ২০০৪ সালে রাজ্যটি রিপাবলিকানদের কাছে হারিয়েছিল ডেমোক্রেটরা।