জগন্নাথপুর২৪ ডেস্ক::
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে বেসরকারি সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরীকে দেখতে যাওয়ার সময় এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীকেও সঙ্গে নেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এ সময় বাবুনগরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
বুধবার বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুর রহমান ফারুকী বলেন, প্রতিমন্ত্রী ইসলামী ফাউন্ডেশনের একটি প্রোগ্রামে চট্টগ্রামে এসেছিলেন। সেই প্রোগ্রাম শেষ হওয়ার পর এমপি নদভী আমার সঙ্গে যোগাযোগ করে বলেন-প্রতিমন্ত্রী হাসপাতালে আসবেন। বিকেল তিনটার দিকে তাদের দু’জনের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাও এসেছিলেন। শুধুমাত্র হেফাজতের আমিরের শারীরিক অবস্থা নিয়ে কথা হয়েছে। আর কোনো কথা হয়নি।
প্রতিমন্ত্রী যাওয়ার পর বাবুনগরীকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনামুর রহমান ফারুকী।
জ্বরে আক্রান্ত হওয়ার পর গত ৩০ জানুয়ারি রাতে হাসপাতালে ভর্তি করা হয় বাবুনগরীকে। বিভিন্ন পরীক্ষায় তেমন কোনো জটিলতা না পাওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফারুকী।