Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হেফাজতের মহাসচিব নূর হোসাইন কাসেমী চলে গেলেন না। ফেরার দেশে

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হেফাজত ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেছেন (ইন্না… রাজিউন)। রোববার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি।

রোববার দুপুর সোয়া ১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন হেফাজত ইসলামের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজি।

অ্যাজমা ও শ্বাসকষ্ট নিয়ে গত ১ ডিসেম্বর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমী। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

শুক্রবার কাসেমীর ব্যক্তিগত সহকারী আমীর হোসেন জানিয়েছিলেন, তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ফলাফল ভালো এসেছে। আপাতত তাকে লাইফসাপোর্টে নেওয়ার প্রয়োজন নেই জানিয়েছেন চিকিৎসকরা।

নূর হোসাইন কাসেমী হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সংগঠনের আমির আহমদ শফীর মৃত্যুর পর গত ১৫ নভেম্বর নতুন করে কমিটি হলে তাকে মহাসচিব নির্বাচিত করা হয়।

নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) সহ সভাপতি ও আল-হাইয়া বোর্ডেরও কো-চেয়ারম্যান ছিলেন।

সুত্র-সমকাল

Exit mobile version