মৌলবীবাজার প্রতিনিধি;: মর্মান্তিক! হৃদয়বিদারক! কি বল যায় একে! বড় ভাইয়ের মৃত্যু দেখে শোক যন্ত্রণায় কাতর ছোট ভাইও মৃত্যুমুখে ঢলে পড়লেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার পলি ক্লিনিকে রবিবার দিবাগত রাতে ঘটেছে। জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার মমরুজপুর গ্রামের আব্দুল হান্নান (৬০) রাত দুটায় স্ট্রোক আক্রান্ত হলে ছোট ভাই আব্দুস সোবহান (৫৫) অ্যাম্বুলেন্সে করে ভাইকে মৌলভীবাজার পলি ক্লিনিকে নিয়ে আসেন। ক্লিনিকে ভর্তি করার ১০ মিনিট পর আব্দুল হান্নান মারা যান। বড় ভাইয়ের মৃত্যু দেখে ছোট ভাই আব্দুস সোবহান হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন। ডাক্তার এসে তাকেও মৃত ঘোষণা করেন। সোমবার দুপুরে শোকাতুর পরিবেশে নিজ গ্রামে জানাজা শেষে দুই সহোদরকে পাশাপাশি সমাহিত করা হয়েছে। এসময় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।