ইনাতগঞ্জ সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাউড়া গ্রামের মুজাহিদুুর রহমান এর পুত্র ওবায়দুর রহমান হিমেল নিজ বাড়িতে গড়ে তুলেছেন সাপের খামাড়। বিষ আমদানী করে কোটি টাকার স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্ত তার সব স্বপ্ন ভেঙ্গে গেছে। মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার থেকে বন বিভাগের লোকজন এক দল পুলিশ নিয়ে তার বাড়িতে হাজির হন। সাপের খামাড় করতে যেটুকু পরিবেশের প্রয়োজন সেটুকু পর্যাপ্ত না থাকায় এবং সাপের খামারের নিবন্ধন না থাকায় সাপগুলো নিয়ে যান। জিঞ্জাসাবাদ শেষে হিমেলকে ছেড়ে দেয়া হয়েছে। জানা যায়, ২০০৮ সালে একটি জাতীয় দৈনিকে সাপের খামার সম্পর্কে নিবন্ধ পড়ে এবং এ সময় সাপ নিয়ে বিভিন্ন ডকুমেন্টারী ফিল্ম কিংবা ইন্টারনেটে ব্যাপক পড়াশুনা করে হিমেল। ২০১৩ সালে দেশে বাইরে থেকে জীবন রক্ষাকারী ঔষুধ তৈরীর জন্য ১৪ হাজার কোটি টাকার সাপের বিষ আমদানী করে-এমন তথ্য জানার পর হিমেলের সাপের খামার করার চিন্তা মাথায় আসে। হিমেল তাঁর সাপের খামারটি নিবন্ধনের জন্য গত বছর প্রণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেন। এখন পর্যন্ত খামারটি নিবন্ধন করা হয়নি বলে তিনি জানান। খামারে দেশী কোবরা, শঙ্খীনি জাতের দেশী জাতের প্রায় শতাধীক সাপ নিয়ে গড়ে তুলেছিলেন খামারটি। সাপের খামারের সংবাদটি এত দিন গোপন থাকলেও গত প্রায় এক সপ্তাহ ধরে সাংবাদিকদের নজরে আসে। এ নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। মঙ্গলবার বন বিভাগের লোকজন এসে সাপগুলো নিয়ে যান।