জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভারতের উত্তরপ্রদেশে হিন্দু পরিবারের মেয়ে ও মুসলিম পরিবারের ছেলের মধ্যে বিয়ে নিয়ে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। ধর্মীয় বাধার কারণে তারা আদালতের দ্বারস্থ হন। বিক্ষুব্ধ জনতার হাত থেকে ওই ছেলে-মেয়েকে বাঁচাতে পুলিশ তাদের আদালতে নিয়ে যায়। সোমবার উত্তরপ্রদেশের পিচকৌরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
পুলিশ জানায়, পিচকৌরা গ্রামে ২২ বছর বয়সী কোমলের প্রতিবেশী ২৪ বছরের সালমান। তিনি দিনমজুরের কাজ করেন। দু’জনের সম্পর্কের কথা আঁচ করে তড়িঘড়ি কোমলের বিয়ে ঠিক করে তার পরিবার। এরপরই গত ২৫ জুন তারা একসঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। কয়েক দিনের মধ্যেই তাদের খুঁজে পায় কোমলের পরিবার। কোমল দাবি করেন, তার সঙ্গে সালমানের বিয়ে হয়ে গেছে। এই কথা শুনেই অশান্তি শুরু হয় কোমলের পরিবারে। হিন্দু মেয়ের মুসলিম ছেলেকে বিয়ে করার খবরে বিক্ষোভ শুরু হয় কোমলদের গ্রামেও। পুলিশি নিরাপত্তায় সোমবার দু’জনকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতেও নিজেদের বিয়ের কথা স্বীকার করেন কোমল। ঘটনার কথা জানতে পেয়ে গ্রামে উপস্থিত হন স্থানীয় আরএসএস এবং হিন্দু জাগরণ মঞ্চের সমর্থকরা। কোমলকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে গ্রামে মহাপঞ্চায়েত ডাকা হয়। সালমানের বিরুদ্ধে কোমলকে জোর করে তুলে নিয়ে ধর্মান্তরণের অভিযোগ তোলা হয়। পুলিশ জানায়, কোমল ফিরে আসার পরেই গ্রাম ছেড়ে পালিয়ে যান সালমানের পরিবারের লোকজন।