স্টাফ রিপোর্টার – জগন্নাথপুর উপজেলার হালিমা খাতুন এডুকশেন ট্রাস্ট এর ১৫তম মেধাবৃত্তি পরীক্ষা আজ মঙ্গলবার সম্পন্ন হয়ছে। সৈয়দপুর সৈয়দীয়া শামছয়িা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৮ম শ্রেণী ও সমমানের মাধ্যমিক স্কুল, আলীয়া মাদ্রাসা ও কওমী মাদ্রাসার ২০৫জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে উপস্থিত ছিলেন হালিমা খাতুন এডুকশেন ট্রাস্ট এর সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য জনাব সৈয়দ সাবির মিয়া, সৈয়দ মনওয়ার আলী, ডাক্তার সৈয়দ নূরুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাব্বির আহমদ চৌধুরী, চরা জাময়ো ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সালেহ আহমদ, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলেহ আহমদ, আবু বকর সিদ্দিক রা. দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুল হক,
রসুলগঞ্জ আলিম মাদ্রাসার সহ-সুপার মাওলানা নূরুল হক, ইসহাকপুর লুদরপুর ও এনায়তেনগর মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা হাশমত উল্লাহ খান, শাহারপাড়া শাহ কামাল মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আইয়ুব আলী কামালী, সৈয়দপুর আইডিয়াল গার্লস হাইস্কুলের শিক্ষক সাংবাদিক সৈয়দ ওবায়দুল হক, দৈনিক যুগান্তর এর উপজেলা প্রতিনিধি মোঃ সানোয়ার হাসান সুনু, মুজাহিরুল উলুম ইসলামিয়া আরাবিয়া দাওরাই মাদরাসার শিক্ষক মাওলানা লোকমান আহমদ, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক এডিএম ফখর উদ্দিন, প্রভাষক মাওলানা নিজাম উদ্দিন, হবীবপুর কেশবপুর ফাজিল মাদরাসার প্রভাষক মমতাজ নাসরীন, বাউধড়ন দাখিল মাদরাসার সুপার মাওলানা রুহুল আমীন, অরুনোদয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল গণি, বালি কান্দি দাখিল মাদ্রাসার শিক্ষক ঘোষগাও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সীমা আক্তার কারীমা, অলৈতলি কাতিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমান, আলজান্নাত ইসলামিক ইনস্টিটিউট এ-র শিক্ষক শাফায়াত খান পাঠান, কুবাজপুর দাখিল মাদ্রাসার শিক্ষক নিজাম উদ্দিন, হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সৈয়দ তামিম, পাঠকরা দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ মুয়াজ্জিল হোসেন, শাহ জালাল জামিয়া দ্বিনীয়ার শিক্ষক মোঃ সেলিম আহমদ প্রমূখ।
উল্লখ্যে, ২০০৫ সালে জগন্নাথপুর উপজলোর সৈয়দপুর শাহারপাড়া ইউনয়িনের সৈয়দপুর ইশানকোনা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ হুমায়ুন কবির ফুজেল কর্তৃক তাঁর মায়ের নামে প্রতিষ্টিত হালিমা খাতুন এডুকশেন ট্রাস্ট গঠন করে উপজলোর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ অর্থ ও সনদ বিতরন করে আসছেন।