স্টাফ রিপোর্টার
বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান কে সভাপতি ও বিজন সেন রায় কে সাধারণ সম্পাদক করে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে কাউন্সিল শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথ পাঠ করান সংগঠনের উপদেষ্টা শীলা রায়।
এর আগে সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কাউন্সিলের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খসরুসহ আন্দোলনে সম্পৃক্ত থাকা সকল প্রয়াতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। কাউন্সিলে সিলেট বিভাগের ৪ জেলাসহ হাওর অধ্যুষিত নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর বাঁচাও আন্দোলনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কাউন্সিলের প্রথম অধিবেশনে হাওর বাঁচাও আন্দোলন, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ’র সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী মু. ইনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়।
বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাড. স্বপন কুমার দাস রায়, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক সুখেন্দু সেন, নেত্রকোনা জেলা কমিটির প্রতিনিধি আব্দুল হালিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির প্রতিনিধি শামীম আহমেদ, হবিগঞ্জ জেলা কমিটির প্রতিনিধি জাফর ইকবাল চৌধুরী, এম এ জব্বার, সিলেট জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন, যুগ্ম আহবায়ক কাউসার আহমদ, সদস্য তারেক আল মঈন, সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব রাজু আহমদ, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শহীদ নূর আহমদ, জগন্নাথপুর উপজেলা কমিটির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল গণি, তাহিরপুর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক তোজাম্মুন হক নাসরুম, শাল্লা উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাশ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, দিরাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সরকার, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শাহানা আল আজাদ প্রমুখ।