1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হাওরের ফসল রক্ষায় দ্রুত বাঁধ শক্তিশালী করার দাবি সংসদে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে জমিয়ত মহাসচিব-শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না পবিত্র শবে মেরাজ আজ ঢাবিতে আজ ক্লাস-পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ঢাকা অবরোধ কর্মসূচি ইসলামে ঐক্য ও ভ্রাতৃত্বের গুরুত্ব রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া বিশিষ্ট সাংবাদিক আব্দুল করিম গনি সংক্ষিপ্ত সফরে দেশে শাহবাগে শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিপেটা, জলকামান জগন্নাথপুর-পাগলা মহাসড়কে ডাকাতি ঠেকাতে চেকপোস্ট চান চালকরা শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্তি অসুস্থ জাতি অপেক্ষা করছে: কাদের গনি চৌধুরী ইসরায়েলের আগ্রাসন/গাজায় এতিম হয়েছে ৩৮ হাজার শিশু, বিধবা হয়েছেন ১৪ হাজার নারী

হাওরের ফসল রক্ষায় দ্রুত বাঁধ শক্তিশালী করার দাবি সংসদে

  • Update Time : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩২৫ Time View

সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষায় দ্রুত বাঁধ শক্তিশালী করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সাংসদ পীর ফজলুর রহমান। তিনি পানিসম্পদ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়কে সব কাজ বাদ দিয়ে এ বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
বিজ্ঞাপন

আজ সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে পীর ফজলু এই দাবি জানান। তিনি বলেন, সুনামগঞ্জ হাওর এলাকার একমাত্র ফসল বোরো। এই ফসল ঘরে তুলতে ১০-১৫ দিন সময় প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে বোরো ফসল হুমকির মুখে।

এবার বোরোর লক্ষ্যমাত্রা ১৩ লাখ টন। ১২টি উপজেলার ৫২টি হাওরে ২২ লাখ ২২ হাজার ২৯৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। কিন্তু হাওরে এখন সীমান্তের ওপার থেকে ঢল নেমে আসছে। সুনামগঞ্জেও বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন এর গুরুত্বটা বুঝতে পারছে না। এই ফসলহানি হলে হাহাকার দেখা দেবে।
বিজ্ঞাপন

হাওরের ধান রক্ষায় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে পীর ফজলু বলেন, এই ফসলহানি হতে বেশি দিন লাগে না। এক দিনের ভেতর একটি–দুটি বাঁধ ভাঙা শুরু হলেই সব হাওর তলিয়ে যায়। টাঙ্গুয়ার হাওরের নজরখালি বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকেছে। আরও কয়েকটি বাঁধে ধস দেখা দিয়েছে। স্থানীয় লোকজন বাঁধ রক্ষায় কাজ করছে। ফসল তোলার জন্য কয়েকটা দিন দরকার। এই ফসলকে গুরুত্ব দিয়ে পানিসম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের উচিত সবকিছু বাদ দিয়ে ফসল রক্ষা করা দরকার।

পীর ফজলু বলেন, হাওরে বাঁধ নির্মাণ ও মেরামতের জন্য প্রায় ১২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সূত্র প্রথম আলো

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com