1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হাওরের ফসল ওঠাতে জগন্নাথপুরে দোকানপাট বন্ধ, ধান কাটতে মাইকিং - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নিজের গরু আনতে গিয়ে চোর সন্দেহে হামলার শিকার, তিন গ্রামের সংঘর্ষে আহত ১০ মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ভর্তি স্থগিত ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার পুলিশ-র‌্যাব-আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত আজ থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু মুসলিমদের ঐক্যবদ্ধ জীবন যাপনের নির্দেশনা সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আব্দুল হক সাধারণ সম্পাদক উজ্জ্বল নির্বাচিত জগন্নাথপুরে ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন ভুল করলে জনগণ ৫ আগস্টের মতো বুঝিয়ে দেবে: তারেক রহমান জগন্নাথপুরে ৯ বছরেও সংস্কার হয়নি সেতু

হাওরের ফসল ওঠাতে জগন্নাথপুরে দোকানপাট বন্ধ, ধান কাটতে মাইকিং

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৭৮৮ Time View

বিশেষ প্রতিনিধি::
হাওরের পাকা ধান কাটতে সুনামগঞ্জের জগন্নাথপুরে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশনায় আজ সোমবার ভোর থেকে বিকেল ৪টা পর্যন্ত কৃষিজাত পণ্যের দোকান ব্যতিত উপজেলার সকল হাটবাজারের ওষুধের দোকানসহ অন্য সব ধরণের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এদিকে হাওরের পাকা ধান দ্রুত কাটতে মসজিদে মসজিদে মাইকিং করা হচ্ছে।
হঠাৎ করে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বাজার থেকে বিভিন্ন পণ্য ক্রয় করতে আসা লোকজন ভোগান্তির শিকার হয়েছেন। ফসল তোলার আগ মুহূর্তে এখন থেকে প্রতিদিন শুধু বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত দোকান খোলা থাকবে বলে জানা গেছে।
হাওর এলাকা ঘুরে দেখা যায়, পাকা ও আধা পাকা ধানের শীষ দুলছে বাতাসে। শ্রমিক সংকট থাকায় কৃষক-কৃষাণি তাদের পরিবার-পরিজন এবং স্বজনদের নিয়ে ফসল তোলার কাজে মাঠে ব্যস্ত হয়ে পড়েছেন। ভোর রাতের ভারী বর্ষণে অনেক কৃষকের ক্ষেতে হাঁটু পানি জমেছে। ঝড়, শিলাবৃষ্টি আর বজ্রপাত উপেক্ষা করে ধান কাটার কাজে মাঠে লড়ছে কৃষক পরিবারগুলো।
নলুয়া হাওরপাড়ের কৃষক নেতা সিদ্দিকুর রহমান বলেন, হাওরের পাকা ধান তুলতে এখানকার কৃষক পরিবারগুলোকে লড়তে হচ্ছে। দ্রুত পাকা ধান কাটতে আজ (সোমবার) হাওরপাড়ের মসজিদগুলোতে মাইকিং করা হয়েছে।
তিনি জানান, শ্রমিক সংকটে আছেন কৃষকরা। হাটবাজারের দোকানপাট বন্ধ করে দেওয়া হলেও হাওরে ব্যবসায়ী কিংবা কর্মহীন লোকজন এখনও ধান কাটতে মাঠে নামেননি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ধান কাটার শ্রমিক সংকট দূর করতে ব্যবসাপ্রতিষ্ঠান সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধ থাকবে। বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। ফসল ওঠার আগ পর্যন্ত এই নির্দেশনা থাকবে। আগাম বন্যার শঙ্কা রয়েছে। তাই হাওরে ধান কাটার জন্য ব্যবসায়ীসহ সম্প্রতি বেকার হয়ে পড়া লোকজনকে আমরা কাজে লাগাতে চাই।
জগন্নাথপুর উপজেলার কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, জগন্নাথপুরে এবার ২০ হাজার ৫শ হেক্টর জমিতে ফসল আবাদ করা হয়েছে। হাওরে শ্রমিক সংকট দূর করতে আমরা স্থানীয় কৃষক, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, আনসার সদস্যসহ কর্মহীন মানুষকে কাজে লাগাতে চাইছি। আশা করছি দ্রুত হাওরের ধান তোলা সম্ভব হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com