জগন্নাথপুর২৪ ডেস্ক::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, হাওরপাড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একসময় বিশুদ্ধ পানি পেতেই অনেক কষ্ট সইতে হয়েছে। এখন বাড়িতে বাড়িতে টিউবওয়েল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশুদ্ধ পানির জন্য এখন আর দূরে যেতে হবে না। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। গ্রামের কমিউনিটি ক্লিনিকে এখন সেবা পাচ্ছেন মানুষ। তিনি বলেন, এগুলো সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তিনি হাওরের মানুষের জীবনাচারণ বদলে দিতে চান। মন্ত্রী হাওরবাসীকে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে হবে। তাহলেই সকল উন্নয়ন নিশ্চিত হবে। মন্ত্রী বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে সরকার। এখন সরকারের চিন্তায় করছে কোমলমতি শিশুদের স্কুলেই দুপুরের খাবার নিশ্চিত করার। সুবিধা বঞ্চিত মানুষদের হাজার কোটি টাকার বয়স্কভাতা, বিধতা ভাতা, মাতৃত্ব ভাতা ও প্রতিবন্ধী ভাতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এর আগে কোন সরকারই সামাজিক নিরাপত্তা খাতে এতো ব্যয় করে নি।
মন্ত্রী জানান, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় ১০০ কোটি টাকা ব্যয়ে বাড়ি বাড়ি টিউবওয়েল বসানো হচ্ছে। হাওরের মানুষের জন্য ৯০০ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশুদ্ধ পানির জন্য এখন হাহাকার করতে হবে না। তিনি বলেন, আমি কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলাম। আল্লাহপাকের রহমতে আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। যদিও ডাক্তার নিষেধ করেছে বেশি না ঘুরার জন্য, জোরে বেশি কথা না বলার জন্য। কিন্তু মানুষের ভালোবাসা দেখলে জোরে কথা বলতে ইচ্ছে করে।
শনিবার বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গভীর নলকূপ ও অফসেট টুইন পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাসেম, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী আব্দুর রব সরকার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী তহুর আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তেরাব আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল বাছিত সুমন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ সরকার, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন প্রমুখ।