স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী রাজু আহমদের বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়েছেন এক পৌর নাগরিক। রবিবার বিকেলে জগন্নাথপুর পৌরসভার নাগরিকদের পক্ষে জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের ছালিক আহমদ রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মেয়র প্রার্থী রাজু আহমদের দাখিলকৃত মনোনয়নপত্র ও হলফনামায় শিক্ষাগত যোগ্যতার কলামে নিজেকে স্বশিক্ষিত হিসেবে উল্লেখ করেছেন। প্রকৃতপক্ষে তিনি স্বশিক্ষিত নন। তিনি ১৯৯৫ সালে জগন্নাথপুর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য উপস্থাপন করে নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করেছেন। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত গেজেেেটর বিধি অনুযায়ী মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল ও তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে। আবেদনকারী হলফনামায় মিথ্যা তথ্য প্রদান করায় ওই মেয়র প্রার্থীর মনোনয়ণ বাতিল করে নির্বাচন কমিশনের আইনানুযায়ী ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন।
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, মেয়র প্রার্থী রাজু আহমদের বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য প্রদানের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply