স্টাফ রিপোর্টার:: যুক্তরাজ্য প্রবাসী হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে গঠিত জনকল্যাণ ট্রাস্ট ইউ,কে এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হবিবপুর গ্রামের দরিদ্র জনসাধারনের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার হবিবপুর সাজেদা খানম বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনাসভা জনকল্যাণ ট্রাস্ট ইউকে এর ট্রাস্টি শাহীন আহমদের সভাপতিত্বে ও ট্রাস্টি শিহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল মনাফ,হবিবপুর গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুল আজিজ,শিক্ষানুরাগী নজরুল ইসলাম হীরা,অধ্যক্ষ মাওলানা মুহিবুর রহমান,সমাজসেবী হাজী আব্দুল হক, হলিয়ারপাড়া মাদ্রাসা অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ,শিক্ষানুরাগী আসকন আলী,বজলুর রশীদ চৌধুরী,আহমদ আলী,নাট্যকার দিলদার হোসেন দিলু,মাহমদ আলী,দিলু মিয়া,ফিরোজ মিয়া,আব্দুর মনাফ,আব্দাল মিয়া,প্রভাষক আব্দুর রউফ,যুবলীগ নেতা দেলোয়ার হোসাঈন,যুবদল নেতা শামীনুর রহমান, ছাত্রদল নেতা কামাল হোসেন প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলোওয়াত করেন সাজেদা খানম বালিকা বিদ্যালয়ের শিক্ষক নোমান আহমদ। সভায় হবিবপুর গ্রামের দুইশত মানুষের মধ্যে এক হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়। সভায় জনকল্যাণ ট্রাস্ট ইউ,কে ট্রাস্টি শাহীন আহমদ জানান, হবিবপুর গ্রামের তরুণরা মিলে গ্রামের মানুষের দারিদ্রতা দূরীকরণ ও গ্রামের সার্বিক উন্নয়নে কাজ করতে এ সংগঠন গঠন করা হয়েছে। বর্তমানে সংগঠনের ট্রাস্টি হিসেবে ৮৪ জন ট্রাস্টি রয়েছেন। যাদের অর্থায়নে ট্রাস্ট পরিচালিত হচ্ছে। তিনি জানান,ট্রাস্টের সদস্য সংখ্যাবৃদ্ধি ও আজীবন সদস্য সংগ্রহের কাজ চলছে। তিনি হবিবপুরকে একটি আর্দশ ও উন্নত গ্রাম হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।