Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হবিগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় দুই সহোদরের কারাদণ্ড

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রঞ্জু বিশ্বাস নামে এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে দুই সহোদরের একজনকে যাবজ্জীবন ও অন্যজনকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (২) বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় দেন।

যাবজ্জীবন ও এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- বানিয়াচং উপজেলায় চন্ডিপুর গ্রামের গুরুচরণ বিশ্বাসের ছেলে পরিমল বিশ্বাস এবং রথীন্দ্র বিশ্বাস।

 

 

রায়ে পরিমলকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রথীন্দ্রকে এক বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

মঙ্গলবার বিকেল ৩টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার তপন সিংহ এ তথ্য জানিয়েছেন।

 

রায় ঘোষণার সময় সাজার আদেশপ্রাপ্ত দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

 

খুন হওয়া ব্যক্তির নাম রঞ্জু বিশ্বাস। তিনি চন্ডীপুর গ্রামের মৃত লাল মোহন বিশ্বাসের ছেলে।

 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান খান জানান, রঞ্জুর সঙ্গে পরিমল ও তাঁর ভাই রথীন্দ্রের পূর্ব বিরোধ ছিল। এর জেরে ২০১০ সালের ২২ মার্চ দুই ভাই তাকে কুপিয়ে হত্যা করেন।

 

পরে এ ঘটনায় নিহত রঞ্জু বিশ্বাসের ভাই রতিশ বিশ্বাস বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করলে একই বছরের ৮ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে দশ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় দেওয়া হয়েছে।

Exit mobile version