হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জে রাস্তায় এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে মারধরকারী কিশোর রুহুল আমিনকে (১৫) আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে জেলার সদর উপজেলার রীচি গ্রাম থেকে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নাজিম উদ্দিন এ তথ্য জানান।
হবিগঞ্জ শহরে প্রকাশ্যে এক স্কুলছাত্রীকে মারধর করার ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরা কয়েকজন ছাত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটি ছেলে এক ছাত্রীর বাহুতে হাত দিয়ে তার পথ রোধ করে দাঁড়ায়। এর পর ছেলেটি মেয়েকে গালাগাল করতে করতে তার গালে বেশ কয়েকটি চড় মারে। ভিডিওচিত্রের শেষের দিকে দেখা যায়, ছেলেটি মেয়েটিকে মারধরের হুমকি দিতে দিতে চলে যাচ্ছে।
লাঞ্চিত হওয়া ছাত্রী ও তার পরিবারের সদস্যরা জানান, গত ২৬ আগস্ট বিকেল সোয়া ৪টার দিকে শহরের হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ওই ছাত্রী রাজনগর এতিমখানা রোডস্থ বাসায় যাওয়ার সময় একই এলাকার রুহুল আমিন নাকে এক যুবক এ ঘটনা ঘটায়। ভিডিও চিত্রটি ধারণ করে রুহুল আমিনের এক বন্ধু। রুহুল আমিন হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র।
Leave a Reply