Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হবিগঞ্জে সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজনগ্রামে ধানের খলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত রোকন মিয়া (৫০) মারা গেছেন। ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহত রোকন মিয়া ওই গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার (ওসি) মোঃ আবুল খায়ের।

জানা যায়, উপজেলার স্বজন গ্রামের রাজ্জাক মিয়া ও রোকন মিয়ার মধ্যে একটি ধান শুকানোর খলাকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। এরইজেরধরে গত ৩১ মার্চ বিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রোকন মিয়াসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে আশঙ্কাজনক অবস্থায় রোকন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

এ বিষয়ে লাখাই থানার (ওসি) মোঃ আবুল খায়ের জানান, গত ৩১ মার্চের সংঘর্ষের ঘটনায় রোকন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

 

Exit mobile version