জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: নিখোঁজ হাওয়ার পাচ দিন পর মাটির নিচ থেকে চার শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মাটির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) ও আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০) ।
বাহুবল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বাড়ির পাশের মাঠে খেলা করতে যায় ওই শিশুরা। সন্ধ্যার পরও তারা বাড়িতে ফিরে না আসায় অভিভাবকরা খোঁজাখুজি করতে থাকে। কোথাও তাদের সন্ধান না পেয়ে শুক্রবার রাতেই উপজেলার সর্বত্র মাইকিং করা হয়। পরদিন শনিবার দুপুর পর্যন্ত ওই চার শিশুর সন্ধান না পেয়ে জাকারিয়া আহমেদ শুভর বাবা ওয়াহিদ মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পরে বুধবার সকালে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মাটির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।