Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হবিগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের বাহুবলে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় বোন মিরা মুন্ডা (২৬) খুন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই রাজেন মুন্ডাকে আটক করেছে পুলিশ। রাজেন মুন্ডা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রামপুর চা-বাগানের মৃত ভদ্র মুন্ডার ছেলে।

খবর পেয়ে মঙ্গলবার (২ জুলাই) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

বাহুবল মডেল থানার (ওসি) মশিউর রহমান জানান, সোমবার দিবাগত মধ্যরাতে মিরা মুন্ডার সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয় তার ছোট ভাই রাজেন মুন্ডার। বাকবিতন্ডার এক পর্যায়ে রাজেন উত্তেজিত হয়ে ঘরে থাকা শাবল দিয়ে তার বোনকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি বলেন, রাজেন মুন্ডাকে এ বিষয়ে থানায় আরো জিজ্ঞাসাবাদ করা হবে।

Exit mobile version