1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হবিগঞ্জে ফেসবুক পোস্টের জেরে দুইপক্ষের সংঘর্ষ/ আহত ৫০ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

হবিগঞ্জে ফেসবুক পোস্টের জেরে দুইপক্ষের সংঘর্ষ/ আহত ৫০

  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোষ্ট দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। রোববার উপজেলার জলসুখা ইউনিয়নের ইসবপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহত কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন–সাইদুর হোসেন, সাহাব উদ্দিন, মোহাদ্দিছ, রিনা আক্তার, ফয়সল, মোতাব্বির, জমির আলী, আছকির মিয়া, শারমিন, আউলাদ মিয়া, খোকন, আকবর, নাইম, কাপ্তান মিয়া, রাহিন, বাদল মিয়া, আলী আজম, ছোটন মিয়া, হোসেন মিয়া, আমিরুল ও আব্দুল জলিল। তাদেরকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া রাহিম মিয়া (২০) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জলসুখা ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর লোকজনের সঙ্গে একই এলাকার আওলাদ মিয়ার লোকজনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। শনিবার সন্ধ্যায় আওলাদ মিয়ার স্বজন জলসুখার বনহাটীর বাসিন্দা সাগর মিয়া ফেসবুকে একটি পোষ্ট দেন। ওই পেস্টের কারণ ফয়েজ আহমেদের স্বজন ইসবপুর গ্রামের বাসিন্দা আকাশ মিয়া সাগরের কাছে জানতে চান। তখন দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি জানার পর আকাশের পরিবারকে আওলাদ মিয়ার ছেলে সাবেক পুলিশ সদস্য জনি মিয়া হুমকি দেন ও গালাগাল করেন। এর জেরে রোববার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, দু’পক্ষের মধ্যে পূর্ববিরোধ ছিল। শনিবার ফেসবুকে এক ব্যক্তির একটি পোস্টের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। রোববার সকালে তারা সংঘর্ষে জড়িয়ে পরে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সুত্র সমকাল. কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com