Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হবিগঞ্জে প্রাইভেট কার-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেট কারে থাকা নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টায় এই ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।

নিহত সবাই বরিশালের বাসিন্দা এবং তারা ঢাকায় থাকেন বলে জানা গেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল করিম জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ট্রাক ও কার জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালককে পাওয়া যায়নি।

তিনি আরো জানান, সিলেটে থেকে ছেড়ে আসা ঢাকাগামী প্রাইভেট কার ও সিলেটগামী ট্রাকের মাঝে এই সংঘর্ষ হয়। নিহদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।

 

Exit mobile version