Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হবিগঞ্জে পাওনা টাকা কে কেন্দ্র করে সংঘর্ষ/ নিহত ১ আহত ১৫

জগন্নাথপুর২৪ ডেস্ক:;

পাওনা টাকাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আমির হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।  ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বাহুবল উপজেলায়।

এ ছাড়াও এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

নিহত আমির হোসেন রাজাপুর কাইতগাও গ্রামের মৃত নুর আলীর ছেলে।

 

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেনের মৃত্যু হয়। এর আগের সোমবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর-কাইতগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর-কাইতগাঁও গ্রামের মতি মিয়ার কাছে একই গ্রামের দোকানদার জলিল মিয়ার টাকা পাওনা ছিল। রাতে এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে আশঙ্কা জনক অবস্থায় সিলেটে প্রেরণ করা হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

বাহুবল মডেল থানার (ওসি) মশিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version