Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হবিগঞ্জের বাহুবলে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের বাহুবলে একটি কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত ৪ জনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মিজান গাজী ও মাহফুজ। তাদের বাড়ি চাঁদপুরে। কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন তারা।

বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়। তাদের মধ্যে ওসমানী মেডিকেলে নেওয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়েছে।
সুত্র-আমার দেশ

Exit mobile version